খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে আগেই ফাইনাল নিশ্চিত করা টাইগাররা। তামিম ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া সাকিব আল হাসান করেন ৫১ রান। জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৩২ রানে শিকার করেন ৪ উইকেট।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার এনামুল হক বিজয়। ৭ বলে ১ রান করে জিম্বাবুয়ের ডান-হাতি পেসার কাইল জার্ভিসের শিকার হন বিজয়।
এরপর জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে সতর্কতার সাথে ব্যাট চালান আরেক ওপেনার তামিম ও সাকিব। তাই রান তোলার গতিও ছিলো মন্থর। তবে দলের স্কোর তিন অংকে পৌঁছে দিতে পেরেছেন এ জুটি।
দলকে শতকে পৌঁছাতে গিয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তামিম-সাকিব। তামিম ওয়ানডে ক্যারিয়ারের ৪১তম ও সাকিব ৩৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান। হাফ-সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি সাকিব। ৬টি চারে ৮০ বলে ৫১ রানে থামেন তিনি।
দলীয় ১১২ রানে সাকিবের বিদায়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে নিয়ে ৩৫ রান আসার পর বিচ্ছিন্ন মুশফিকুর। ১টি ছক্কায় ২৫ বলে ১৮ রান করেন মুশি।
মুশফিকুরের বিদায়ের পর যাওয়া আসার মিছিল শুরু করে বাংলাদেশের পরের দিকের ব্যাটসম্যানরা। দলীয় ১৭০ই রানে অষ্টম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এসময় মাহমুদুল্লাহ রিয়াদ ২, সাব্বির রহমান ৬, নাসির ২, মাশরাফি শূন্য রানে সাজ ঘরে ফেরেন। এছাড়া ৭৬ রানে থামেন তামিম।স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে বাংলাদেশ। তবে সেটি হতে দেননি শেষ তিন ব্যাটসম্যান সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সিকান্দার রাজা। সাকিব ৩৪ রানে শিকার করনে ৩ উইকেট।
বাংলাদেশের প্রথম আঘাত আনলে মাশরাফি। ওপেনার মাসাকদজাকে ফিরিয়ে দিলেন ৫ রানে। ১৫ বলে ৫ রান করেন মাসাকদজা। সোলেমন করেছেন ২২ বলে ৭ রান। টেইলর ০ রান করে ফিরে গেছেন। সাকিব ৫ ওভারে ২ মেডেন দিয়ে ২ উইকেট নিয়েছে। রান দিয়েছেন ১৮টি। এরপর ম্যাশ-সানজামুল ও মুস্তাফিজদের দাপুটে বোলিংয়ে কোনঠাসা জিম্বাবুয়ে আর ম্যাচে ফিরতে পারেনি। ৯১ রানের বিশাল জয় পায় বংলাদেশ।
ম্যাচ সেরা : তামিম ইকবাল(বাংলাদেশ)।
সিরিজের অপর দল শ্রীলংকার বিপক্ষে ২৫ জানুয়ারি লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফাইনাল ২৭ জানুয়ারি। (বাসস)