তুমি আমার একুশ
তুমি আমার একুশ
আমার চেতনা,
তুমি আমার ইতিহাস
রক্তের রচনা ।
তুমি বাংলা ভাষা
প্রাণের আয়োজন,
তোমায় ভালোবেসে
মরলো হাজার জন।
তুমি আমার শোক
আমার পরিচয়,
তুমি আমার অহংকার,
ভাষার বিজয় ।
তুমি আমার ইতিহাস ,
তুমি চেতনার জয়,
সারা পৃথিবী জুড়ে
অনন্ত বিজয় ।
তুমি আমার প্রাণের
শহীদ মিনার,
তোমার জন্য চেতনা
হাজারো বার।
চিকিৎসক,লেখক:
ডাঃ ফারহানা মোবিন
এমবিবিএস (ডি.ইউ), পোস্ট গ্র্যাজুয়েশন (পাবলিক হেল্থ),
পিজিটি (গাইনী এন্ড অবস্),
রেসিডেন্ট মেডিকেল অফিসার (গাইনী এন্ড অবস্),
স্কয়ার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ,
ডায়াবেটোলোজি, বারডেম হসপিটাল।