‘স্বাক্ষরতার আলো’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যেসব সদস্য দেয়া হয়েছে তারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন বলে অগ্রদৃষ্টিকে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
দেশকে নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্য সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘স্বাক্ষরতার আলো’ শিরোনামে নিরক্ষরমুক্ত সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয়ে বিভিন্ন জেলায় কমিটি দেয়া হয়। কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে এই কমিটিতে কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানের দায়িত্বে দেয়া হয়। কমিটিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি যাদেরকে সদস্য করা হয়, তারা পরবর্তী সময়ে নিজেদের ছাত্রলীগের সদস্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালান বলে অভিযোগ ওঠে।
এই ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন অগ্রদৃষ্টিকে বলেন, ‘যাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে চিঠি দেয়া হবে তারাই শুধু দস্য বলে গণ্য হবেন, অন্য কেউ নন।’
জাকির হোসাইন জানান, স্বাক্ষরতার আলোয় বিভিন্ন জেলার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যেসব সদস্য দেয়া হয়েছে তারা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নন, তারা শুধু নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘স্বাক্ষরতার আলো’ কর্মসূচির সদস্য।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান, ইতোমধ্যে তাদের কাছে এ ধরনের অভিযোগ এসেছে। তারা সংশ্লিষ্টদের সতর্কও করেছেন।