বিনোদন প্রতিবেদক: বছরজুড়ে সময় যেমনই কাটুক না কেন, ঈদ উৎসবের এ সময়টা পরিবার ও আত্নীয়স্বজনসহ সবাই একটু ভিন্ন আমেজে উদযাপন করে থাকেন। তারকারাও এর বাইরে নন। তারকারা কোথায়, কীভাবে, ঈদ উদযাপন করবেন আসুন তা জেনে নেই।
শাকিব খান
গত কয়েকবছর ধরে ঈদের সময়টা বিদেশে প্রবাসী বাঙালীদের সঙ্গে কাটিয়েছি। এবার ঈদ মা বাবার সঙ্গে ঢাকায় কাটাবো।ঈদের নামাজ শেষ করে ঘুরতে বেড়িয়ে যাব। কারণ ঈদে আমার তিনটা ছবি মুক্তি পাচ্ছে। ছবিগুলো দেখতে সিনেমাহলগুলোতে যাব।দর্শকের সঙ্গে উপভোগ করব।সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। রাতে বাসায় বসে টেলিভিশনের অনুষ্ঠানগুলো উপভোগ করব।
রিয়াজ
এবারো ঢাকাতেই ঈদ করছি। এবারের ঈদের শপিং আমার স্ত্রী করেছেন। কারণ এবার আমি প্রায় প্রতিদিন ঈদের বিশেষ নাটক ও টেলিছবিতে অভিনয় নিয়ে ব্যস্ততায় ছিলাম। আসলে ঈদের আনন্দ এখন আর পাই না, যা পাই তা শধু টেনশন। ঈদের দিনে সচরাচর নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে বিশ্রাম করি। আত্মীয়স্বজন এলে তাদের সঙ্গে গল্প করি, আড্ডা দিই। আর সন্ধ্যার পর প্রতিবেশীদের বাসায় যাই।
সুমাইয়া শিমু
এবারের ঈদে শ্বশুরবাড়ির সবার জন্য কেনাকাটা করেছি। কারণ এবারই প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ঈদ করছি। আমার স্বামীর জন্য ব্যাংকক থেকে শপিং করেছি। তার জন্য পায়জামা-পাঞ্জাবি কিনেছি। তা ছাড়া টি-শার্ট পরতে তিনি ভীষণ পছন্দ করেন। তাই স্পেশাল কিছু টি-শার্ট নিয়েছি। এ ছাড়া তার প্রয়োজনীয় সবকিছুই তিনি পাবেন। ঈদের পুরো দিন শ্বশুরবাড়িতে কাটাব। তবে শেষ বিকালের দিকে বাবা-মায়ের কাছে যেতে পারি। আর ঈদের কয়েক দিন পরই আমরা যুক্তরাষ্ট্রে বেড়াতে যাব। সেখানে ঘুরে বেড়ানোর পর কানাডায় যাব। এরপর ইউরোপের বেশ কিছু দেশ ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে।
জাকিয়া বারী মম
ছোটবেলায় বেশির ভাগ ঈদ নানাবাড়িতেই করতাম। সে সময় কাজিনদের সঙ্গে ড্রেস নিয়ে প্রতিযোগিতা চলত। ঈদে জামাকাপড়ের চেয়ে জুতার ব্যাপারে আমার একটু বেশি আগ্রহ ছিল। কারণ যেনতেন জুতা আমি নিতাম না। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনতাম। জুতার রং নষ্ট হওয়ার ভয়ে কাউকে ধরতে দিতাম না। এমনকি রাতে ঘুমানোর সময় জুতা নিয়ে ঘুমাতাম। সত্যিকথা বলতে, ছোটবেলার ঈদ আমার কাছে অনেক প্রিয় ছিল। এখন আর ছোটবেলার ঈদের মতো এত আনন্দ পাই না। তবে এবারের ঈদ ঢাকাতেই করব। এই দিনে নিজের পছন্দ অনুযায়ী রান্না করব। শেষ বিকালের দিকে কোথাও বেড়াতে যাব।
আনিসুর রহমান মিলন
ঈদের শপিং ইতোমধ্যেই সম্পন্ন করেছি। কারণ সম্প্রতি ইন্দোনেশিয়ায় নাটকের শুটিং করার জন্য গিয়েছিলাম। সেখানেই কাজের ফাঁকে শপিং করি। তা ছাড়া রমজানের আগে অস্ট্রেলিয়ায়ও কিছু শপিং করেছিলাম। কৈশোরে বন্ধুদের নিয়ে চিড়িয়াখানা, শিশু পার্কসহ বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম। আর সন্ধ্যার দিকে অবশ্যই সিনেমা দেখতাম। এবারের ঈদ লস অ্যাঞ্জেলেসে স্ত্রী-সন্তানের সঙ্গে উদযাপন করব।
ইমন
ছোটবেলায় ঈদ অনেক আনন্দের ছিল। নতুন জামা, সবার কাছ থেকে সালামি, কত জায়গায় ঘুরতে যাওয়া হতো। এখন ঈদে তেমন আনন্দ পাই না। তবে এবারের ঈদটা পরিবারকে ঘিরেইে উদযাপন করব। এবার পুরো রমজান মাস জুড়ে নিয়মিত শুটিং করছি। এজন্য একটু বিশ্রামের দরকার রয়েছে। বিকালে পরিবারকে নিয়ে ঘুরতে বেড়িয়ে যাব।
আজমেরী হক বাঁধন
বরাবরের মতো এবারের ঈদ ঢাকাতেই করব। তবে ঈদের পর কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। কোথায় যাব তা এখনো নির্ধারণ করিনি। আমার একমাত্র মেয়েকে ঘিরেই এবারের ঈদ উৎসব করব। কারণ ওর কাছ থেকেই ছোটবেলার ঈদের আনন্দ খুঁজে পাই। সত্যিই ছোটবেলার ঈদ অনেক আনন্দের ছিল। সে সময় নতুন জামাকাপড় পেয়ে ভীষণ খুশি হতাম। ঈদের দিন বিকালের দিকে মেয়েকে নিয়ে আত্মীয়স্বজনদের বাসায় বেড়াতে যাব।
আরফিন রুমী
এবারের ঈদ ঢাকাতে করব। ছোটবেলার ঈদকে খুব মিস করি। আসলে ছোটবেলার ঈদ অনেক আনন্দের ছিল। নতুন জামা, সবার কাছ থেকে সালামি, কত জায়গায় ঘুরতে যাওয়া হতো। এখন ঈদে তেমন আনন্দ পাই না। স্ত্রী এবং পুত্রকে নিয়ে ঈদের দিন বিকালে ঘুরে বেড়াব।