খেলাধুলা ডেস্ক : রাজধানীর একটি হোটেলে রবিবার (২০ জানুয়ারি) হয়ে গেলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল নির্বাচন ‘প্লেয়ার্স ড্রাফট’। আর এই ড্রাফটে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পেয়ে চমক দেখিয়েছে প্রথম বিভাগ থেকে এবারই প্রিমিয়ারে উঠে আসা শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
তবে কি এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরে খেলবেন মাশরাফি? সেটাই এখন কোটি টাকার এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঢাকা লিগের একটি বিশ্বন্ত সূত্র জানিয়েছে, শাইনপুকুর নয় আবাহনীতেই খেলবেন মাশরাফি। কারণ ড্রাফটে পাওয়া উক্ত খেলোয়াড়দের অদল বদল করার সুযোগ রয়েছে ক্লাবগুলোর কর্মকতারদের হাতে।
ওই সুত্রটি জানায়,‘মাশরাফি এবার আবাহনীর হয়েই খেলবে। আমরা শাইনপুকুরের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে তারাও আমাদেরকে জানিয়েছে মাশরাফিকে ছেড়ে দিতে রাজি আছে।’
সেক্ষেত্রে মাশরাফির পরিবর্তে আবাহনী থেকে কোন খেলোয়াড়কে দেয়া হবে তা নিশ্চিত করে বলেনি ওই সূত্রটি, ‘আমরা এ বিয়টি নিয়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’
তবে শুধু যে মাশরাফির দলবদলের একমাত্র পরিবর্তন হতে যাচ্ছেন তাও কিন্তু নয়! জানা গেছে, তামিম ইকবালকেও ধরে রাখবে না কলাবাগান ক্রীড়া চক্র। লিজেন্ডস অব রূপগঞ্জ জাতীয় দলের বাঁহাতি ওপেনারকে দলে ভেড়াতে পারে।
এনামুল হক বিজয়কে নিয়েও এমন গুঞ্জন হাওয়ায় ভাসছে। খেলাঘর সমাজ কল্যাণ সমতির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। এছাড়াও আরও অনেক খেলোয়াড়েরই এই প্রক্রিয়ায় দল পাল্টাতে পারে।
রবিবার (২০ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফট শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) নতুন চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন, ‘আমরা এবার একটি ক্লজ রেখেছি যেটাতে দুটি ক্লাব ইচ্ছে করলে আলোচনার ভিত্তিতে খেলোয়াড়দের অদল-বদল করতে পারবে।’