পিরোজপুর জেলা প্রতিনিধি:: পিরোজপুরের জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ আকরাম হোসেনের মৃত্যুতে এ পদটি শূণ্য হওয়ায় কে হবেন জেলা পরিষদ প্রশাসক তা নিয়ে ঢাকায় চলছে লবিং ও জোর তদবির। যাদের নাম শোনা যাচ্ছে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের সভাপতি, ডেইলী বাংলা এসকাই পত্রিকার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুর রহমান সগীর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইরাদ প্রমুখ। এদিকে প্রশাসক পদটি পেতে ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রীদের কাছে অধিকাংশ প্রার্থী ধর্ণা দিচ্ছেন।