এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস-২০১৫ পালন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
এ বছর যুব দিবসের প্রতিপাদ্যঃ ইয়ুথ সিভিক এনেগজেমন্ট বা যুবকদের নাগরিক সম্পৃক্ততা। বুধবার (১২ আগষ্ট) ঢাকা জেলার সাভার উপজেলায় বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে অবস্থিত চাকুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, কুইজ প্রতিযোগীতা, অভিনয়, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় কোরআন ও গীতা পাঠে মাধ্যমে প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু হলেও প্রোগ্রাম পরিসমাপ্তি ঘটে সন্ধা ৬টায়।
কর্মসূচি উদ্বোধন করেন ডেমোক্রেসিওয়াচের প্রােগ্রাম ডিরেক্টর মিনহাজ আলম। জাতীয় সঙ্গীত পরবর্তী যুব দিবসের একটি র্যালী চাকুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে থেকে শুরু হয়ে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। চাকুলিয়া উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এস এম বশির উদ্দীন সম্রাটের উস্থাপনায় যুব দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল ইসলাম খান লাবু সদস্য ম্যানেজিং কমিটি, চাকুলিয়া উচ্চবিদ্যালয়। প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিল ডেমোক্রেসিওয়াচের সোস্যাল এ্যাকশন পোজেক্ট প্রডিজির বনগাঁও ইউনিয়নের সদস্য গণ। প্রডিজি কর্মসূচীর মূল উদ্দেশ্য হল, তরুণদের সক্ষমতা বৃদ্ধি করা যাতে সুশাসন প্রতিষ্টায় স্থানীয় শাসন কায়ক্রমে জনঅংশগ্রহণ নিশ্চিত হয় এবং তারা নেতৃত্ব দিতে পারে।
প্রশিক্ষিত তরুণরা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্টার লক্ষে জনগণকে সচেতন ও সম্পৃক্তকরণে নানমুখী উদ্যেগ গ্রহন করবে। এ সকল উদ্যেগ চলমান ও সফল করতে তরুণা নেতৃত্ব প্রদান করবে। প্রডিজি সদস্য এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ইউনিয়নের যুব ও যুব মহিলা প্রোগ্রামের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। কুইজ প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন যথাক্রমে কাউছার, হাসিব মোল্লা ও মহিউদ্দীন। মেয়েদের দৌর প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন যথাক্রমে তানজিমা আক্তার, শিমু ও শাম্মী। ছেলেদের স্টাম র্টাগেট প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন যথাক্রমে শিফাত হোসেন, সজীব হোসেন ও মোঃ শাহীন। প্রতিযোগীতায় উর্ত্তীণকারী প্রত্যেকে আর্ষনীয় পুরষ্কার দেওয়া হয়। প্রধান অতিথি বক্তৃতাকালে বলে, যুব সমাজ হল দেশ গড়ার চাবিকাটি। সকল আন্দোলন সংগ্রামে যুবকরাই অগ্রণীপূর্ণ ভুমিকা পালন করেছে।
যোগ্যতা সর্ম্পন্ন মানুষ হয়ে নেতৃত্ব দিয়ে দেশ গড়ার আহৃবান করেন। তিনি ডেমক্রেসিওয়াচকে ধন্যবাদ জানান গ্রাম পর্যায়ে যুবকদের নিয়ে এধরনের প্রোগ্রাম করার জন্য। যুবক উদ্দ্যেশে ইয়ুথ পিচ দেন প্রডিজির বনগাঁও ইউনিয়নের সদস্য মিনহাজউল ইসলাম পিয়াস। তিনি প্রডিজির প্রশিক্ষণের কাঙ্ক্ষিত ফলাফল যুবকদের সামনে তুলে ধরেন। প্রডিজি থেকে প্রাপ্ত প্রশিক্ষণের অভিজ্ঞতা সবার কাছে শেয়ার করেন। প্রডিজির ফিল্ড কো-অর্ডিনেটর ফাতেমাতুল বতুল বলেন, আমরা ডেমক্রেসিওয়াচের পক্ষ থেকে সাভারকে বেচে নেই যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রােগ্রাম বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করার জন্য। তরুণরা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্টার লক্ষে জনগণকে সচেতন ও সম্পৃক্তকরণে নানমুখী উদ্যেগ গ্রহন করার আহৃবান জানান। সমাপনী বক্তৃব্যে সভাপতি বলেন, যৌবন যার দ্বার প্রান্তে যুদ্ধে যাবার সময় তার।
পৃথিবীতে যত যুদ্ধ-বিঙ্গহ যত সাহসী পদক্ষেপ যুবকদের দ্বারাই হয়েছে। একশ বছর আগে যুবক ধরা হত ২৫ বছর বয়সে আর এখন ধরা হয় ১৪/১৫ বছর বয়সে। যার বয়স ২৫ আর যার বয়স ১৪/১৫ উভয়ই যুবক। ২৫ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এই বনগাঁও ইউনিয়নে অনেক যুবক দেখেছি যাদের সৎ সাহস ছিল। অন্যায়ের প্রতিবাদ করা সমাপ গঠনমূলক কাজে ঝাঁপিয়ে পড়তো। বনগাঁও ইউনিয়নের যুবকদের তিনি এই কাতারে আসার আহৃবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রডিজির ব্রিটিশ কাউন্সিলের কো-অর্ডিনেটর আবদুস সবুর, চাকুলিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু তুষার কান্তি বসু, বনগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (সাবেক)মেম্বার আরিফ হোসেন। প্রডিজির বনগাঁও ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুবাইৎ আতৃতীন সোনিয়া, লক্ষী রানী দাস, রুমা আক্তার, সাইফুল ইসলাম, সুসমিতা দাস, ইয়াসমিন আক্তার আলো, রাকির খান, পিয়াস, সিফাত, আকাশ চন্দ্র দাস, রুপা, মালা রানী দাস, মোঃ খালেদ, নাহিদ, আনোয়ার হোসেন মুনিয়া, শাকিল, বিশ্বজিৎ ঘোষসহ অনেকে। আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধিসহ প্রায় পাঁচ শতাধিক যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ডেমক্রেসিওয়াচের উদ্যেগে আন্তর্জাতিক যুব দিবস-২০১৫ কর্মসূচির মিডিয়া র্পাটনার ছিল অগ্রদৃ্ষ্টি মিডিয় গ্রুপ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই