জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় ডিগ্রি প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫০৭ জনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া তৃতীয় বা চূড়ান্ত বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ লাখ ৩৫৭ জন পরীর্ক্ষী উত্তীর্ণ হন। এছাড়া সার্টিফিকেট কোর্সে দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এ পরীক্ষায় গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।