বি,এ চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ অসহায় হতদরিদ্র চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে, তাদের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মৌলভীবাজারের তরুণ কবি সূর্যদাশ তপন গড়ে তুলেন বর্ণকুড়ি পাঠশালা ।
আজ ৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহরের একটু অদূরে মাঝদি চা বাগানের বর্ণকুড়ি শিশু পাঠশালায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কাপড় বিতরণ অনুষ্ঠান।
অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সাংবাদিক আ,হ,জুবেদের সঞ্চালনায় বর্ণকুড়ি শিশু পাঠশালার প্রতিষ্ঠাতা কবি সূর্যদাশ তপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি, আঞ্জুমানে আল ইসলাহ কুয়েতের উপদেষ্টা কুয়েত প্রবাসী আবু সাঈদ কুতুবুদ্দিন, বর্ণকুড়ি পাঠশালার ভূমি দাতা ঈসমাইল মিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা সদস্য ও লতিফিয়া কারী সোসাইটি মৌলভীবাজার জেলার কোষাধ্যক্ষ কারী আবু ইউছুফ, সমাজকর্মী ও শিক্ষিকা রুকসানা আক্তার রুনা, উদীয়মান তরুণ সাংবাদিক বদরুল আলম চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য , ঢাকা স্কয়ার হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ও বিশিষ্ট লেখক ডা: ফারহান মোবিন এর সার্বিক সহযোগিতায় উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ বলেন, সমাজের যেসব অবহেলিত, হতদরিদ্র ও মানবেতর জীবনযাপন যারা করছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ও দায়িত্ব। আর এই কাজটুকু যারা নিঃস্বার্থ ভাবে করছেন, তারা নিশ্চয় ভূয়সী প্রশংসার দাবীদার।
তিনি বলেন, ঢাকা স্কয়ার হাসপাতালের স্বনামধন্য ডাক্তার ফারহানা মোবিনের সার্বিক সহযোগিতায় বস্ত্র বিতরণ এর উদ্যোগ, নিঃসঙ্কোচে এটি একটি মহৎ কাজ। আমি ব্যক্তিগত ভাবে ডাক্তার ফারহানা মোবিনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
শেষে প্রধান অতিথি সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ তিনি নগদ কিছু টাকা অনুদান হিসেবে বর্ণকুড়ি শিশু পাঠশালাকে দেয়ার কথা জানান।