বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক আব্দুর রহমান বয়াতির কথায় সুরকার মুরাদ নূরের সুরে ‘তওবা’ শিরোনাম এর একটি মৌলিক গান গাইলেন নন্দিত বাউল টুনটুন ফকির। সম্প্রতি শানের সঙ্গীতায়োজনে রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ডিং ও স্টুডিও পার্ট ধারন সম্পন্ন হয়েছে। আগামী ১ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও একতা বাউল গোষ্ঠীর আয়োজিত আব্দুর রহমান বয়াতির ৮১ তম জন্মদিন অনুষ্ঠানে গানটির মোড়ক উন্মোচন হবে।
তওবা গানটি প্রসঙ্গে মুরাদ নূর বলেন – আব্দুর রহমান বয়াতি ও টুনটুন বাউল দুজনই বাউল সাধক গুণী শিল্পী, নিজকে তাদের নামের সাথে যুক্ত করে ভীষণ গর্ব হচ্ছে। এমন শুদ্ধ সৃষ্টিতে বাউল পরিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতি আমি কৃতজ্ঞ। শুদ্ধ বাংলা সংস্কৃতি বিশ্ব দরবারে পৌছাতে বরাবরের মতোই বদ্ধপরিকর।
টুনটুন বাউল বলেন – রহমান ভাই (আব্দুর রহমান বয়াতি) আমাদের অগ্রজ, ওনার কথায় তওবা শিরোনামের মৌলিক গানটি গাইতে পেরে খুব আনন্দ হচ্ছে। পিচ্চি (মুরাদ নূর) কথার সাথে মূল ঠিক রেখে যুগের চাহিদা অনুযায়ী সুর করেছে, মিউজিকেও ভিন্নতা আছে। চিরন্তন সত্য কথার গানটি আপনাদের ভালোই লাগবে।
আলম বয়াতি (আব্দুর রহমান বয়াতির ছেলে) বলেন – গত বছর বাবার অপ্রকাশিত কথায় মুরাদ নূর কাঙ্গালিনী সুফিয়াকে দিয়ে একটি চমৎকার গান করেছিলেন, এবার করলো তওবা গানটি। তার পরিকল্পনা বেশ ভালো। টুনটুন কাকা গুণী শিল্পী, ভাইয়ের কথায় ভাই গাওয়াতে আমদের পরিবার খুশী। শান ভাই অসাধারন মিউজিক করেছে, পুরো প্রজেক্টটি সফল ভাবে শেষ করাতে মুরাদ নূরকে ধন্যবাদ।
তওবা গানটি আব্দুর রহমান বয়াতির ৮১তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে।