টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক ঘটনার বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছন স্থানীয় সাংবাদিক।
গত ১৫ ই সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলের ওপর এই নির্যাতনের ঘটনার অভিযোগ উঠেছে এবং এ নিয়ে কালিহাতী থানায় একটি মামলাও হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবীতে স্থানীয় লোকজন বিক্ষোভ করছিল।
তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় প্রায় ৫০ জনের মতো আহত হয় এবং তিন জন নিহত হয়।
স্থানীয় সাংবাদিক কামনাশীষ শেখর বিবিসিকে জানান, প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে।
মি: শেখর জানান যে অভিযোগ হচ্ছে, কালিহাতী উপজেলা সদরের রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে পাশের ঘাটাইল উপজেলার এক তরুণের প্রেমের সম্পর্ক এবং রফিকুলের স্ত্রী ওই তরুণের সঙ্গে পালিয়ে যান।
এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার সকালে ওই তরুণ ও তার মাকে আলোচনার জন্য বাড়িতে ডেকে আনে রফিকুল ইসলাম। সেখানেই মাকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছে তরুণটি।
ওই ঘটনায় নির্যাতিত মা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন এবং এরপরে পুলিশ অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম ও তার সহযোগী ভগ্নিপতি হাফিজকে গ্রেফতার করে।
দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে এলাকাবাসী ঘটনার পর থেকে বিক্ষোভ করছিল, তবে শুক্রবার এটিি বড় আকার ধারণ করে।
স্থানীয় সাংবাদিক কামনাশীষ শেখর জানিয়েছেন বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার পর এখন সেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জেলা প্রশাসন এ বিষয়ে জরুরী আলোচনা করছে, তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কোন কোনও কিছু জানানো হয়নি বলে জানাচ্ছেেন সাংবাদিক কামনাশীষ শেখর।