খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ বিরোধী শফথ পরালেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ।
বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার শেখের হাটের শিরযুগ আজিমুননেছা বালিকা বিদ্যালয় ও কলেজে এ সভার আয়োজন করে ঝালকাঠি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফেরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শফথ বক্য পাঠ করান ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।
শিরযুগ আজিমুননেছা বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অজয় মিস্ত্রীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহামুদ হাসান, সদর থানার অফিসার ইন-চার্জ মো. তাজুল ইসলাম, শেখেরহাট ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজ। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক শতাতিক লোক উপস্তিত ছিলেন।