খাইরুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি: ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।
শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আওতায় ঝালকাঠি জেলার ৪ উপজেলার প্রায় ৯৩ হাজার ৩২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৮৬৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল দেয়া হয়। এছাড়া ৫২টি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমেও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। কেন্দ্রসমূহে এক হাজার ৭৩৬ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কার্যক্রম তদারকি করেন।