আ,হ,জুবেদঃঃ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নিকটতম প্রার্থীর চেয়ে শতাধিক ভোট বেশি পেয়ে জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ ২৮শে ডিসেম্বর ২০১৬ইং রোজ বুধবার দেশের অন্যান্য জেলার ন্যায় মৌলভীবাজার জেলাতেও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার বাসীর প্রাণপ্রিয় বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান সদ্য অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হওয়ায় কুয়েতে বসবাসরত মৌলভীবাজার বাসীর উদ্যোগে কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে রাত ৯টায় এক অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে।
অগ্রদৃষ্টির প্রধান সম্পাদক আ,হ,জুবেদের সঞ্চালনায় ও তরুণ রাজনীতিবিদ, কুয়েত আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রার্থী এস,এম আহাদের পরিকল্পনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার একসময়কার তুখোড় ছাত্র নেতা ও সামাজিক সংগঠক ইউনুস মতিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক-রাজনৈতিক সংগঠক শামিম আহমেদ, বৃহত্তর সিলেট আওয়ামীলীগ-কুয়েতের সাধারণ সম্পাদক ও জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক ও প্রজন্ম লীগ কুয়েত শাখার সভাপতি ময়নুল আল-ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সংগঠক আবু সাইদ কুতুবুদ্দিন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম, সমাজ সেবক ফয়জুল হক কুটি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আর,টিভি কুয়েত প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন, দৈনিক ইয়াদ ও স্বাধীন বাংলা পত্রিকার সাংবাদিক আল-আমিন রানা ও দৃষ্টি নন্দন সিলেটের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু।
অভিনন্দন সভায় বয়োজ্যেষ্ঠ ,বরেণ্য রাজনীতিবিদ আজিজুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দরা।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, আমাদের মৌলভীবাজার বাসীরা বর্ষীয়ান নেতা আজিজুর রহমানের মতো যোগ্য নেতাকে জয়যুক্ত করে এবার প্রমাণ করেছেন, যে আমরা এখনো সৎ, নীতিবান ও একজন স্বচ্ছ রাজনীতিবিদকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে জানি।
নেতৃবৃন্দরা আরো বলেন, অর্থের বিনিময়ে মৌলভীবাজার বাসীরা যে, নীতি ও আদর্শকে বিসর্জন দেয়নি, এবার জেলা পরিষদ নির্বাচনে সেটাই প্রতীয়মান হয়েছে।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেছেন।
নির্বাচনের ফলাফল, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান ৩শ ৪২ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম এম এম শাহীন পেয়েছেন ২শ ৮৯ ভোট, এম এম রহিম শহীদ ২শ ৫৩ ভোট, সাহাবুদ্দিন সাবুল ৫৭ ভোট, বকসি ইকবাল আহমদ ৫ ভোট ও সুয়েল আহমেদ ২ ভোট পেয়েছেন।
এদিকে নৈশভোজের মাধ্যমে অভিনন্দন সভার সমাপ্তি হয়।