এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিনকে কলেজ গভর্নিং বডি সাময়িক বরখাস্ত করেছে। তিনি ময়মনসিংহ জেলার জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ।
বুধবার বিকেলে পরিচালনা পর্ষদের সভায় তাকে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।
কলেজের প্রিন্সিপাল নাসির উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিনা অনুমতিতে অনুপস্থিত ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২ অক্টোবর রাত ৯টায় নিজ বাসভবন থেকে নাশকতার মামলায় পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। পরদিন তাকে ২০১৩ সালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করে। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, গত ২ অক্টোবর রাতে নাশকতার মামলায় গ্রেপ্তার হন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক জসিম উদ্দিন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই