আন্তর্জাতিক ডেস্ক : গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস রবিবার ইসরাইলে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
জেরুজালেম নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়া সাতটি দেধের মধ্যে একটি হলো গুয়েতেমালা।
এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট মোরলেস হলেন প্রথম নেতা যিনি এ নগরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থান পরিবর্তনের প্রতি সমর্থন জানালেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর মোরালেস তার ফেসবুক পাতায় গুয়েতেমালার জনগণের উদ্দেশ্যে লেখেন, গুয়েতেমালার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে ফিরিয়ে নেয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম।
মোরালেস লিখেছেন, এ কারণে আমি আপনাদের অবহিত করছি যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।
পাশাপাশি তিনি বলেছেন, গুয়েতেমালা ইসরাইলের দীর্ঘদিনে মিত্র।
ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ট্রাম্পের সিদ্ধান্ত জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য দেশ প্রত্যাখ্যান করার তিনদিন পর গুয়েতেমালার নেতা ক্রিসমাস ডে উপলক্ষে এ ঘোষণা দিলেন।
এদিকে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তার সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব দেশ ভোট দেবে তাদের অর্থনৈতিক সহায়তা কমিয়ে দেয়া হবে। মধ্য আমেরিকার দরিদ্র দেশ গুয়েতেমালার একটি গুরুত্বপূর্ণ দাতা যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি ও এএফপি