আ,হ জুবেদঃ বাঙ্গালী জাতি সীমাহীন ত্যাগের বিনিময়ে আজ থেকে প্রায় ৪ দশকেরও বেশি সময় আগে পরাধীন মুক্ত হয়েছিল ঠিক’ই কিন্ত জাতিটির আজকের চরম অসহায়ত্ব প্রমাণ বহন করে সত্যিকার্থে সেই পরাধীনের কঠিন হিংস্রতা থেকে আদৌ দুর্ভাগা বাঙ্গালী জাতি মুক্ত হয়নি।
দুর্ভাগা বাঙ্গালী জাতি কতো যে অসহায় একদম কাছাকাছি থেকে না দেখলে অনুমানযোগ্য নয়।
আজ দেশের প্রায় সর্বত্রে দেখা যাচ্ছে, ক্রেতাসাধারণের সাথে ধোঁকাবাজিতে সদা লিপ্ত বিভিন্ন দোকানী।
পুলিশ, প্রশাসনের এক বৃহৎ অংশ অকারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত করে চলেছে চরম হয়রানি।
বহু অফিস,আদালতে অন্তহীন অনিয়ম চলছে অবিরাম, অর্থ প্রদান ব্যতীত আটকে আছে সাধারণ মানুষের মূল্যবান নানান কাজকর্ম।
দেখাগেছে এদেশে বিলগেটসরা তৈরী হয়না। কারণ এখানে হাজারো শিক্ষার্থীকে নির্বাচনী সাফল্যের জন্য A+ এর বন্যায় ভাসিয়ে মিথ্যে কিছু স্বপ্ন দেখানো হয়।
এদেশে স্টিফেন হকিংরা তৈরী হয়না। কারণ এখানে কোন ছেলে মেয়েদের practical জ্ঞানের থেকে মুখস্থ বিদ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
এদেশে আহমেদিনেজাদরা তৈরী হয়না। কারণ এখানে নেতা হতে হলে ভার্সিটি ক্যাম্পাসে পিস্তলবাজি করতে হয। বড্ড অদ্ভুত এই দেশ। অনিয়ম’ই যেন এখানে নিয়ম। মানুষ যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এটা ভূল প্রমাণ করতেই এখানে সবাই ব্যস্ত। কী মজার ব্যাপার, আমরা সবাই জেনেও না জানার ভান করছি দেখেও যেন না দেখার ভান করছি। একেমন বাংলাদেশ?