জগলুল হুদা,রাঙ্গুনিয়া : ২০১৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এবার রাঙ্গুনিয়ায় টেলেন্টপুল ও সাধারণসহ উপজেলার ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুল ২ জন ও সাধারণ ১১ সহ মোট ১৯ জন, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে ৩ জন সাধারণ ৮ জন সহ মোট ১১ জন, পোমরা উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে ১ জন সাধারণ ৪ জনসহ ৫ জন, দক্ষিণ শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে কেউ না পেলেও সাধারণ গ্রেডে ৫ জন, সরফভাটা উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে ১ জন সাধারণে ৩ জনসহ ৪ জন, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে ১ জন সাধারণে ৩ জনসহ ৪ জন, রাঙ্গুনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে কেউ না পেলেও সাধারণ গ্রেডে ৪ জন, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে ১ জন সাধারণে ২ জন সহ মোট ৩ জন, রাঙ্গুনিয়া খিলমোগল উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে ১ জন ও সাধারণে ২ জন সহ ৩ জন, শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ে টেলেন্টপুলে কেউ না পেলেও সাধারণ গ্রেডে ৩ জন, পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়, দক্ষিন নিশ্চিন্তাপুর বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়, রাজাভুবন উচ্চ বিদ্যালয় ও পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়গুলোতে টেলেন্টপুলে কেউ না পেলেও সাধারণ গ্রেডে ২ জন করে, রোটারী বেতাগী উচ্চ বিদ্যালয়ে , রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ে, কোদালা উচ্চ বিদ্যালয়ে, খুরশিয়া হাতিকোপ উচ্চ বিদ্যালয়, পশ্চিম শিলক বেদার আলম উচ্চ বিদ্যালয়, পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়, সুখবিলাস উচ্চ বিদ্যালয় ও উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়গুলোতে টেলেন্টপুলে কেউ না পেলেও সাধারণ গ্রেডে ১ জন করে বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাতালিকার বৃত্তিতে সোনারগাও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফয়েজ উদ্দীন ইমন ১ম ও সাকিব আল হাসান ২য় স্থান লাভ করেছে। এই ব্যাপারে সোনারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানসম্মত পাঠদানের ফলে ভাল ফলাফলের হার দিন দিন বদ্ধি পাচ্ছে। যার প্রমাণ পাওয়া যায়, জুনিয়র বৃত্তি ও এসএসসির ফলাফলে। টেলেন্টপুল বৃত্তিতে ফলাফলে ১ম ও ২য় হয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়াও এস,এস সি পরীক্ষার ফলাফলে ১ জন গোল্ডেনসহ ২জন এ +, ৩২ জন এ গ্রেডসহ ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৪.৪৪ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, এবছর উপজেলায় টেলেন্টপুল ও সাধারণগ্রেডে মোট ৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ছাত্র-ছাত্রীদের কাছে পড়ালেখা আনন্দদায়ক ও আকর্ষনীয় হয়ে ওঠেছে। যার কারণে উপজেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় থাকতে হবে। এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ, উপযুক্ত ও আকর্ষনীয় পাঠদানের জন্য বিভিন্ন সহযোগীতা অব্যহত থাকবে।