এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রোটার্যাক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর এবং রোটারিয়ান ক্লাব অফ জাহাঙ্গীরনগর এর উদ্যেগে ঢাকার অদূরে সাভার এলাকায় অবস্থিত বাংলাদেশেরে বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০১৫-২০১৬ সেশনের ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের সহয়াতা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহয়াতা কেন্দ্র চালু হয়েছে।
রবিবার সকালে ভর্তি সহয়াতা কেন্দ্রের আনুষ্ঠানিকতা শুরু হয়। নয় দিন ব্যাপী এই ভর্তি সহয়াতা কেন্দ্র চলবে ২৫শে অক্টোবর থেকে ২ই নভেম্বর পর্যন্ত।
রোটার্যাক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর এর সভাপতি রোটার্যাক্টর তাওহীদুল ইসলাম প্রোগ্রামের উদ্ভোধন করেন। প্রোগ্রামের চেয়ারম্যান হিসাবে আছেন রোটার্যাক্টর মুতাসিম বিল্লা বাকী। প্রোগ্রামের উপদেষ্টা হিসাবে আছেন ক্লাবের সাবেক সভাপতি গণ।
রোটার্যাক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর এর সভাপতি রোটার্যাক্টর তাওহীদুল ইসলাম অগ্রদৃষ্টি.কম কে বলেন, আমরা প্রতি বছর এই ক্যাম্পীং করে থাকি। বাংলাদেশেরে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসে। ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা প্রায় সময়ই সিট প্লান, রেজাল্ট, আবাসন সমস্যায় পড়ে। আমরা এই সমস্যা গুলো দূর করে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা যাতে নির্ভিগনে পরীক্ষা দিতে পারে সেই কাজই করে যাচ্ছি।
রোটার্যাক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর এবং রোটারিয়ান ক্লাব অফ জাহাঙ্গীরনগর এর অফিশিয়ালস গণ প্রােগ্রামে যোগদান করে। এছাড়া ও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি রোটার্যাক্টর আসিফ আল আজাদ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই