
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি অদুদ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মাতা’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) কুয়েত সিটির রাজধানী হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন।
সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল।

বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল আলীম, আবু সাইদ কুতুব উদ্দিন,কাজী সফিক, বাংলাদেশ কমিউনিটির যুগ্ম আহ্বায়ক শামসুল হক, বিলাল উদ্দিন প্রমুখ।
বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি সুরুক মিয়া,অদুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, লেছু মিয়া, মুরাদুজ্জামান,ফয়সল আলমসহ অনেকে।

বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠক অদুদ আহমদ ও মিজানুর রহমানের মায়ের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান।
শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আয়োজক সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাওছার আহমদ সেলিম।

