নিজস্ব প্রতিনিধিঃ গত ১২ই নভেম্বর ২০১৫ইং রোজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর থানার ৯নং আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও উক্ত থানা বিএনপির অন্যতম সদস্য রফিকুল ইসলাম ময়নুল জামিনে মুক্তি পেয়েছেন।
কিছুদিন আগে রফিকুল ইসলাম ময়নুল একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে কোর্ট তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
পরবর্তীতে অদ্য ১২ই নভেম্বর ২০১৫ইং রোজ বৃহস্পতিবার রফিকুল ইসলাম ময়নুল ৩দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেন।
এদিকে ৯নং আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম ময়নুল জামিনে মুক্তি পেয়ে উনার গ্রামের বাড়ি খুশহাল পুর ফিরে গেলে আশপাশ এলাকার অসংখ্য সাধারণ মানুষরা তাদের প্রতিনিধিকে এক নজর দেখতে আসেন এবং সেই সময় উক্ত এলাকার মানুষদের মধ্যে এক ধরনের আনন্দের জোয়ার বয়ে যায়।
অগ্রদৃষ্টির স্থানীয় প্রতিনিধির সাথে আলাপকালে জনপ্রিয় এই তরুণ সংগঠক ও ইউপি মেম্বার রফিকুল ইসলাম ময়নুল বলেন, আমি এই ৩দিন কারাবাস কালীন আমার এলাকার অগণিত মানুষরা আমাকে এক নজর দেখার জন্যে কারাগারে গিয়েছিলেন।
অতএব আমার এলাকা সহ আমাকে দেখতে যাওয়া সর্বস্থরের মানুষদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উক্ত এলাকার বিশিষ্টজনদের দেয়া তথ্যমতে, রফিকুল ইসলাম ময়নুল খুশহাল পুর গ্রামের কৃতি সন্তান, তিনি একজন সৎ সাহসী ও তরুণ উদীয়মান সংগঠক পাশাপাশি ৯নং আমতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার।
তাছাড়াও রফিকুল ইসলাম ময়নুল উক্ত এলাকায় শিক্ষা প্রতিষ্টান,সামাজিক অবকাঠামো সহ সাধারণ মানুষদের ভাগ্যন্নয়নের জন্যে অগ্রণী ভুমিকা পালন করে চলেছেন।