‘দাম্ভিকতাপূর্ণ ও উস্কানিমূলক’ বক্তব্য পরিহার করে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
পুলিশের ঢাকা রেঞ্জের প্রধান (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামানের দেওয়া ‘প্রয়োজন হলে সরাসরি গুলি করুন। দায়-দায়িত্ব সব আমি নেব’ বক্তব্যের প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিক এ পরামর্শ দেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, টাঙ্গাইলে অন্যায়ভাবে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও অর্ধশত লোক আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা রেঞ্জের পুলিশ প্রধানের এ ধরণের উস্কানিমূলক এবং দাম্ভিকতাপূর্ণ বক্তব্যে সচেতন দেশবাসী হতবাক ও মর্মাহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার নিকট থেকে দেশবাসী এ ধরণের অন্যায়, অযৌক্তিক ও দায়িত্বহীন বক্তব্য কখনো আশা করে না। পুলিশ কর্মকর্তাদের এ ধরণের বেআইনি বক্তব্যের কারণেই পুলিশ সদস্যরা যখন তখন নানা ছলছুতায় জনগণের ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করার সাহস পাচ্ছে।
তিনি বলেন, পুলিশের বেআইনি ও ঊচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনগণ পুলিশের ওপর আস্থা এবং বিশ্বাস হারিয়েছে। পুলিশ কর্মকর্তাগণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করে পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। জনগণের টাকায় লালিত-পালিত পুলিশের এ ধরণের গণবিরোধী ভূমিকা কখনো দেশের জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। তাই জাতীয় স্বার্থেই এ ধরণের দাম্ভিকতাপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।