বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যার দায় স্বীকারের দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।
দেশটির রাজধানী ঢাকায় ইটালির নাগরিক তাভেলা চেজারকে হত্যার পরও আইএস এর নামে একি ধরনের দায় স্বীকারের বিষয়টি গণমাধ্যমে এসেছিলো।
শনিবার সকাল ১১ টার দিকে আলুটারি এলাকায় হোশি কুনিও নামের আনুমানিক ৫০ বছর বয়স্ক ওই জাপানি নাগরিক গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেবার পর মৃত্যুবরণ করেন।
গুলি করার পর হত্যাকারীরা একটি মোটরবাইকে করে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পরে বার্তা সংস্থা রয়টার্স আইএস’র অফিসিয়াল টুইটার একাউন্টের বরাত দিয়ে জানায় যে আইএস হোশি কুনিও নামের জাপানি নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে।
এদিকে রংপুরের পুলিশ জানিয়েছে তারা এ ঘটনার পর চারজনকে আটক করেছে।