জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ৭ দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। রাঙ্গুনিয়া উপজেলা মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে মঙ্গলবার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে একর্মসূচীর ব্যাপারে নিশ্চিত করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রথম দিন মৎস আইনের নানা দিক নিয়ে উপজেলাব্যাপী ব্যাপক প্রচারণা, দ্বিতীয় দিন মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক আলোচনা, ৩য় দিন ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালী ও আলোচনা সভা, চতুর্থ দিন উপজেলাব্যাপী ফরমালিন বিরোধী অভিযান এবং মৎস বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ম দিন রাঙ্গুনিয়া কলেজে মৎস চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিন পোনা অবমুক্তকরণ ও উপজেলার ৩ জন সফল মৎস চাষী ও ১ জন উদ্যোক্তাকে পুরস্কার বিতরণ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ৭ম দিন হাটবাজার ও জনবহুল স্থানে মৎস চাষ বিষয়ক উৎসাহিতকরণ সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও পালিত কর্মসূচীর মূল্যায়ন করে সমাপনি অনুষ্ঠান। কর্মসূচী ১৯ জুলাই থেকে শুরু হয়েছে জানিয়ে বিরতিহীনভাবে ২৫ জুলাই পর্যন্ত চলবে বলেও জানান তিনি। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সহকারী মৎস কর্মকর্তা শিমুল বড়–য়া,ক্ষেত্র সহকারী স্বজন কান্তি দে, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, জগলুল হুদা, মৎস চাষী প্রতিনিধি খোরশেদ আলম, ঝন্টু চাকমা প্রমুখ