ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : সিলেটের কৃতি সন্তান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি এম জাকির হুসেন সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ে রংপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, রংপুরবাসী হলো জাতীয় পার্টির প্রাণশক্তি। তারা সেটা বারবার প্রমাণ করেছে। এবারো তারা লাঙলের উপর ভরসা রাখায় আমি যুক্তরাজ্যে ও সিলেটবাসীর পক্ষ থেকে আমার প্রিয় রংপুরবাসীকে অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন, একই সঙ্গে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি।