এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বিশ্বব্যাপী জলবায়ু পদযাত্রার সাথে সংহতি জানিয়ে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিরোধী গণ পদযাত্রায় অংশগ্রহন করেছে ওয়াই.এস.এস.ই সহ নানা সামাজিক সংগঠন। এবছর পদযাত্রার মুল প্রতিপাদ্য বিষয় হল “নিরাপদ ও পরিচ্ছন্য বাংলাদেশ নিশ্চিত করতে বৈশ্বিক জলবায়ু পদযাত্রা”।
পদযাত্রার অংশ হিসেবে রবিবার সকাল ৯টায় সকল সংগঠনের বিপুল সংখ্যক সদস্য কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়। ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সেখানে শিক্ষামূলক একাধিক কর্মসুচি পালিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় পদযাত্রা শহীদ মিনার থেকে শুরু করে দোয়েল চত্তর, মৎস্য ভবন হয়ে সাহাবাগে এসে সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
পরিবেশ বাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে সার্বজনিন ও বৃহৎ গন পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় ইয়ুথ স্কুল ফর সোসাইল এন্টারপ্রিনার্স (ওয়াই.এস.এস.ই) সহ বেশকিছু সামাজিক সংগঠনের সতস্ফুর্ত অংশ লক্ষ করা যায়।
“জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই। জলবায়ু অর্থায়নে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ। ক্ষতিগ্রস্ত দেশগুলোতে প্রতিশ্রুত জলবায়ু তহবিল প্রদানে আইনী বাধ্যবাধকতা সম্বলিত আন্তর্জাতিক চুক্তি চাই । প্রতিশ্রুত জলবায়ু অর্থ কোন অনুদান বা অনুকম্পা নয় – আমাদের ন্যায্য পাওনা ও অধিকার ।” ইত্যাদি বিভিন্ন দাবি তুলে ধরা হয় পদযাত্রায় প্রদর্শিত প্লে-কার্ডে ।
পৃথিবীতে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন। আর এক্ষেত্রে এ পরিবর্তনে বাংলাদেশের তেমন কোন ভূমিকা না থাকলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এ দেশের অবস্থান বেশ সামনের দিকেই। তাই ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হওয়া জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজন করা হয় গণ পদযাত্রার।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই