চট্টগ্রাম: জঙ্গিবিরোধী জাতীয় জাগরণ সৃষ্টির লক্ষ্যে আগামী ১২ নভেম্বর রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠেয় সুন্নি মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির নেতারা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির সুন্নি উলামা, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এমএ মতিন।
বক্তারা বলেন, সুন্নিয়ত ও সুফি ভাবধারার চরম শত্রু জঙ্গিবাদ এখন বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। সুন্নি সুফি চিন্তাধারার অনুসারীদের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হওয়া জঙ্গিবাদ রুখতে জাতীয় জাগরণ অনিবার্য হয়ে উঠেছে।
তারা বলেন, জঙ্গিবাদীদের আদর্শিকভাবে মোকাবিলা করতে ইসলামের শান্তি, কল্যাণমুখী ও সুফিতাত্ত্বিক চিন্তাধারা ও দর্শন বহুমাত্রিক উপায়ে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। জাতীয় জাগরণ ছাড়া জঙ্গিবাদি অভিশাপ থেকে নিষ্কৃতি মিলবে না। এ লক্ষ্যে পীর, উলামা, মাশায়েখসহ নানা স্তরের ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, আল্লামা এমএ মান্নান, আল্লামা আবদুশ শাকুর নক্সবন্দী, সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী, আল্লামা বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সোলায়মান আনসারী, শায়খুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফী, সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ, মাওলানা আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ ফরিদ উদ্দীন প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।