ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মৌলবাদ ও জঙ্গিবাদ হচ্ছে গণতন্ত্র ও উন্নয়নের প্রধান শত্রু। গণতন্ত্র ও উন্নয়নের চলমান ধারাকে ধ্বংস করার জন্য ’৭১-এর পরাজিত শক্তি মৌলবাদ, জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা সৃষ্টি করে আমাদের সকল অর্জনকে ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পিরোজপুর টাউন ক্লাব মাঠে প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউইজে)’র মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমের বিকাশের ফলে বহু লোকের কর্মসংস্থান হয়েছে।সরকার গণমাধ্যম বিকাশের লক্ষ্যে যে সব উদ্যোগ গ্রহণ করেছে তা দেশ-বিদেশে বেশ প্রশংসিত হচ্ছে।
বিএফউইজে’র মহাসচিব ওমর ফারুক বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই