চট্টগ্রাম প্রতিনিধি: জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই জিতবেন বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছেন। দেশের ভেতরের এবং বাইরের অনেকে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষ নিয়ে বিচার বানচালের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শেখ হাসিনা এতে দমে যাননি। তিনি বিচার অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান স্পষ্ট। যারা জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে দেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানাতে চায় তাদেরকে চুল পরিমাণ ছাড় দেবে না সরকার।
সন্ত্রাস ও জঙ্গিবাদের অর্থদাতাদের সনাক্ত করার পাশাপাশি দেশি বিদেশি পৃষ্টপোষকদের তালিকা তৈরি করবে বলে জানান তিনি।
সভা শেষে যুবলীগ চেয়ারম্যান সদ্যপ্রয়াত সাবেক সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম আবুল কাশেম মাস্টারের কবর জিয়ারত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ ও দিদারুল আলম দিদার, উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন, সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেলিম উদ্দিন।