জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠাল খাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর উদ্যোগে গতকাল (২০ জানুয়ারী, শুক্রবার) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলা এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও তাদের মধ্যে নানা ধরনের রোগের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। ক্যাম্প শুরু হওয়ার আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমদাদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাঃ পি.কে বসাক, ডাঃ মোঃ তাজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী, সাবেক চেয়ারম্যান দিনুল ইসলাম বাবুল, কাঠাল খাইড় সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানু মিয়া, স্কুলের প্রধান শিক্ষিকা হুসনা বেগম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির ধর্ম সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাসিমুর রিয়াজ, স্বাস্থ্য সম্পাদক আনোয়ার হোসেন রতন, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, ট্রাষ্টের জগন্নাথপুর উপজেলা সভাপতি দিলদার হোসেন মিঠু, শাহরিয়ার হোসেন খান সাকিব, সুমন, জাবেদ প্রমুখ। আলোচনা সভা শেষে মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন ট্রাষ্টের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান। মেডিকেল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে দুস্থ ও অসহায় রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।