ডেস্ক নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ছাত্রলীগ হচ্ছে অন্ধকারের মধ্যে এক খণ্ড চাঁদ। যা অন্ধকারকে আলোকিত করে। আমরা যারা তরুণ প্রজন্ম তাদের অনেক কিছুই শেখার আছে। বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণরাই অগ্রণী ভূমিকা রাখে। তাই মেধা ও মননে নিজেদের সামনের দিকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার দুপুরে শহরের নওযোয়ান মাঠে নওগাঁ জেলা ছাত্রলীগ আয়োজিত বার্ষিক সম্মেলনে জাকির হোসাইন প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তারা যেভাবে এতিমদের সম্পদের আত্মসাৎ করেছে এখন সময় এসেছে তার জবাব দেবার।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া আলম রিজভীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্ণা, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম, কৃষি শিক্ষা বিষয়ক উপ-সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক উপ-সম্পাদক সাদ্দাম হোসেন, আইন বিষয়ক উপ-সম্পাদক বেলাল হোসেন বিদ্যুত, স্কুলছাত্র বিষয়ক উপ-সম্পাদক নূর মুনজেরীন রিমঝিম, ঢাকা মহানগর শাখার যুগ্ম সম্পাদক মুরাদ মোবারক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আপেল মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ম সম্পাদক ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন জলিল জনসহ দলের বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার ১১টি উপজেলা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, সোনার মানুষ হতে হবে ছাত্রলীগকে। ছাত্রলীগ হচ্ছে সোনার মানুষ। আর সোনার মানুষ হতে হলে নিয়মিত পড়াশুনা করতে হবে। নইলে মানুষ হওয়া যাবে না।
ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগ থেকে কেউ কখনো বিদায় নেয় না। সবাই সাময়িক সময়ের জন্য অব্যাহতি নেয় মাত্র। ছাত্রলীগের দ্বারা কোথায়ও কাউকে যেন বিব্রতকর অবস্থায় পড়তে না হয়। বড়দের সব সময় সম্মান করে চলতে হবে। ছাত্রলীগের অতিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান ছাত্রদের চলতে হবে। মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাদককে না বলতে হবে।
তিনি আরো বলেন, জিয়া পরিবারকে জেলা থেকে উৎখাত করতে হবে। তারা যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়। তাদের কোন অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। আগামী নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।