ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী প্রবাসী কমিউনিটি নেতা মাহমুদ আলীর সমর্থনে সোমবার বিকেলে লন্ডনে অবস্থানরত ছাতকবাসীর উদ্যোগে এক মতবিনিময় ইষ্ট লন্ডনের ওয়াটার লিলি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, আ.লীগ নেতা আওলাদ আলী রেজার সভাপতিত্বে এবং জাকির হোসেন সেলিম ও ফখরুল কামাল জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আ.লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আ.লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুক্তরাজ্য আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন, বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক কিক বক্সার, ছাতকের পাইগাঁও গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আলী জেকো, বাংলাদেশ পুলিশের প্রাক্তন ওসি আহবাব মিয়া, হ্যামলেট সিটির সাবেক কাউন্সিলর আব্দুস সহিদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, বার্মিংহাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারন সম্পাদক সজিব ভুঁইয়া প্রমুখ। এ সময় যুক্তরাজ্য প্রবাসী আজরফ আলী নুর, আশিকুল ইসলাম, আজাদ মিয়া, দুলাল আহমদ, কবিরুল ইসলাম, টিপু তালুকদার, ইকবাল তালুকদার, রায়হান আহমদ তালুকদার লিল, মাছুম মিয়া তালুকদার, শাহীন মিয়া, শাহজাহান মিয়া, মিজান খান, এমরান মিয়া, শাহীন আহমদ, জুলুফ তালুকদার, ওয়াছির মিয়া, ফয়জুল হোসেনসহ লন্ডনে অবস্থানরত ছাতকবাসী উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদ আলী তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্য আ.লীগ. যুবলীগ ও ছাত্রলীগ এবং ছাতক উপজেলা বাসীর সমর্থনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে কর্মী-সমর্থকরা মাঠে কাজ করছে। দলীয় মনোনয়ন পেতে সভানেত্রী গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাজ্য আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যোগাযোগ রক্ষা করে চলছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।