চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) ছাতকে পূর্ব বিরুধের জের ধরে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্রীসহ আহত হয়েছেন ৫মহিলা। এদের মধ্যে গুরুতর আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির ধারন (গোপালপুর) গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারন-গোপালপুর গ্রামের মৃত আজমত উল্লাহর পুত্র সন্তান না থাকায় তার বসত বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তানরা বসবাস করছে। এদিকে আজমত উল্লাহর স্ত্রী করিবুন নেছার সাথে তার ভাইপোর শুকুর আলীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এ বিরুধের জের ধরে ঘটনার রাত ১টায় শুকুর আলীর নেতৃত্বে কতিপয় লোক করিবুন নেছার ঘরে সন্ত্রাসী হামলা চালায়। এসময় তাদের বসত ঘর ভাংচুর করা হয়। এতে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় করিবুন নেছা (৬০), হিরামতি বেগম (৩৫), শেলী বেগম (২৬), বিউটি আক্তার (১৪), ইন্দ্রফুল বেগম (৪০) আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন হিরামতি বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, শেলী বেগমকে ছাতক হাসপাতালে ও বিউটি বেগমকে কৈতক হাসপাতালে ও অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে ইন্দ্রফুল বেগম জানান, রাত প্রায় ১টায় প্রতিপক্ষ শুকুর নেতৃত্বে কতিপয় লোক তাদের বসত ঘরে হামলা ও ভাংচুর করেছে। তবে তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান জানান, বিরুধটি তাদের পারিবারিক। করিবুন ফরায়েজ সম্পদের উপর বসবাস করছেন। আর এ সম্পদ নিয়েই বিরুধের সূত্রপাত ঘটেছে। বুধবার ছাতক থানার এসআই সুহেল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।