চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):: কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ছাতক উপজেলার বুড়াইরগাঁও গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিকের পুত্র মাসুদ কামাল সূফিসহ সকল গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজারে পীরপুর আ লিক আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা আবদুল জব্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এটিএম কয়েছ আহমদ, সাবেক ছাত্রনেতা তাহের আহমদ চৌধুরী, যুবনেতা আনোয়ার হোসেন রনি, ইউপি সদস্য আনর আলী, বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম শাহিন, কলেজ ছাত্রলীগ নেতা আজহার খান, নজরুল ইসলাম নাহিদ, শামীম আহমদ (মোল্লা), তানভীর আহমদ, দোলারবাজার ইউপি ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান ওয়াহিদ, ছাদিকুর রহমান, আশরাফ উদ্দিন, কলেজ ছাত্রলীগের গোলাম জিলানী, পাবেল আহমদ, পীরপুর আ লিক ছাত্রলীগ নেতা সোহাগ আহমদ, কালাম আহমদ, নিজাম উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ছাতক উপজেলার বুড়াইরগাঁও গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিকের পুত্র মাসুদ কামাল সূফিসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। ২ অক্টোবর গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ সহ কঠুর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।