ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে দেশব্যাপী প্রথমবারের মতো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০১৭ইং পালিত হয়েছে। ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ্য সবল মেধাবী জাতি’ গঠনের শ্লোগান নিয়ে সকালে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্ামানের সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ছাইফুল ইসলাম, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, খামারী আলী আজগর সোহাগ, আব্দুল ওয়াহাব, সোনাহর আলী, মোস্তাফিজুর রহমান, শাহ আলম, ফরহাদ আলী প্রমূখ। সেবা সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী ২৩থেকে ২৭ফেব্রুয়ারি ও ছাতকে ২৫থেকে ২৭ফেব্রুয়াাির ৩দিনের কর্মসূচী পালিত হচ্ছে। এরমধ্যে ১ম দিন র্যালী ও আলোচনা সভা, ২য় দিন কৃমিনাশক টিকা ও ভিটামিন প্রদান এবং ৩য় দিন ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হবে। সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আলী আজগর সোহাগ ও গীতা পাঠ করেন, দ্বিজেদ লাল চক্রবর্তী।