ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০১৭সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগি ইমান আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগি আবু সূফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাষ্টার ওয়ারিছ আলী, শিক্ষানুরাগি আবদুল বারি, নূরুল হক, আফিজ আলী, ইছিম আলী, আফতাব আলী, মানবাধিকার কর্মী দীনেশ দেবনাথ, শিক্ষক জাহাঙ্গীর আলম, বিপ্লব সূত্রধর, প্রাক্তন ছাত্র ইকরাম উদ্দিন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, কাওছার আহমষদ ও মাজেদা বেগম, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, তারমিন আকতার, রেহেনা বেগম, ঝরনা রানী শীল, রিয়া বেগম, প্রণীমা আকতার, ঝুমা বেগম, লুৎফা আকতার, বুশরা আকতার প্রমূখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্র নাইম আহমদ ও গীতা পাঠ করেন ছাত্রী ঝরনা রানী শীল। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্টানের সভাপতি ইমান আলী। প্রধান অতিথির বক্তব্যে আবু সূফিয়ান বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি কাংখিত লক্ষ্যে পৌছতে পারেনা। সমাজে নিজেকে প্রতিষ্টিত করতে হলে অবশ্যই সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল রেজাল্ট করতে হলে প্রত্যেককে লেখা-পড়ায় আরো মনোযোগি হতে হবে। কারণ কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব।