ডেস্ক নিউজ : বগুড়ার ধুনট উপজেলায় একটি কূপ থেকে টানা একঘন্টা অভিযান চালিয়ে একটি ছাগল উদ্ধার করেছে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধারের পর ছাগলটিকে মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
এলাকার লোকজন বিষয়টি নিয়ে উচ্ছাস প্রকাশ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সাধুবাদ জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামের ফোরহাদ হোসেনের বাড়ির পরিত্যক্ত কূপ থেকে এই ছাগলটি উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের অভিযান চলে। একঘন্টার চেষ্টায় ৪০ ফুট গভীর অন্ধকার কূপ থেকে ছাগলটি উদ্ধার অভিযানে তারা সফল হয়েছে।
ছাগলের মালিক ফোরহাদ হোসেন জানান, একটি ছাগল বাঁচাতে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে ছুটে আসবে তা ধারণাতেই ছিল না। অনেকটা হতাশা নিয়েই ফোন করি। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি হুইসেল বাজাতে বাজাতে ছুটে আসে। এসময় অনেক মানুষ জুটে যায়। তারা ভেবেছিলেন কোথাও আগুন লেগেছে। ভুল ভাঙলো যখন ছাগলটিকে দেখিয়ে দেই তখন। ফায়ার সার্ভিসের সদস্যরা কোনও অবহেলা করেনি। বরং দ্রুত তারা কূপের ভেতর একটি বাঁশ নামিয়ে দেয়। এরপর বাঁশ বেয়ে একজন নীচ থেকে ছাগলটিকে জীবিত উদ্ধার করে। এই ছাগলটি সকালের দিকে গাছের পাতা খাওয়ার সময় আকস্মিক ভাবে পরিত্যক্ত কূপের ভেতর পড়েছিল।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিদ্দীকুর রহমান বলেন, ‘যে কোনও দুর্ঘটনায় সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকটা প্রাণেরই সমান মূল্য দিই। যেকোনও দুর্ঘটনায় আমরা ছুটে যাই। এটা আমাদের কর্তব্য। তাই যে কোনও ছোট-বড় দুর্ঘটনা বা দুর্যোগে আমাদের খবর দিলে আমরা ছুটে যাবো। এতে হতাশ বা বিব্রত হওয়ার কোনও কারণ নেই।’