জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন সংরক্ষিত সদস্য পদে ৮০ জন এবং সাধারণ সদস্য পদে ২৯১ জন প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল হয়েছে। সোমবার (২ মে) উপজেলার নির্বাচন অফিস, উপজেলা বি.আর.ডি.বি, মাধ্যমিক শিক্ষা, একাডেমিক সুফারভাইজার, উপজেলা সমাজসেবা, প্রকৌশলী কার্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এ মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা। মনোনয়ন ফরম জমাদানের আজ মঙ্গলবার (৩ মে) পর্যন্ত ১ দিন সময় থাকলেও সোমবার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতেকর্মীরাও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন ফরম জমা দেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, পদুয়া ইউনিয়ন : গোলাম কবির তালুকদার (নৌকা), রাজানগর ইউনিয়ন : ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার (নৌকা), হোছনাবাদ ইউনিয়ন : সেকান্দর আলী (ধানের শীষ), মির্জা সেকান্দর হোসাইন (নৌকা), ইসলামপুর ইউনিয়ন : নাজনীন ফৌজিয়া সুলতানা (স্বতন্ত্র), সিরাজুদ্দৌল্লাহ চৌধুরী দুলাল (স্বতন্ত্র), ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (নৌকা), দক্ষিণরাজানগর ইউনিয়ন : আহমদ ছৈয়দ তালুকদার (নৌকা), এনামুল হক মিঞা (স্বতন্ত্র), আলম কবির (ধানের শীষ), লালানগর ইউনিয়ন : এম শাহ আলম তালুকদার (স্বতন্ত্র), মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন (নৌকা), পারুয়া ইউনিয়ন : জাহেদুর রহমান তালুকদার (নৌকা), মো. ইব্রাহীম (স্বতন্ত্র), শিলক ইউনিয়ন : নজরুল ইসলাম তালুকদার (নৌকা), কোদালা ইউনিয়ন : আব্দুল কাইয়ুম তালুকদার (নৌকা), সরফভাটা ইউনিয়ন : শেখ ফরিদ উদ্দীন চৌধুরী (নৌকা), সৈয়দ নুর হোসেন (ধানের শীষ), পোমরা ইউনিয়ন : নঈম উদ্দীন আহমদ (স্বতন্ত্র), চৌধুরী মোহাম্মদ কুতুব উদ্দীন হারুনী (নৌকা), বেতাগী ইউনিয়ন : পেয়ারুল হক চৌধুরী স্বপন (স্বতন্ত্র), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), নূর কুতুবুল আলম (নৌকা)। ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র থেকে বর্তমান চেয়ারম্যান সিরাজদৌল্লাহ দুলাল ও তার স্ত্রী নাজনীন ফৌজিয়া সুলতানা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহজাহান সিকদার, সাবেক মেয়র ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, উপদেষ্টা ছাদেকুর নুর সিকদার, উত্তরজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ইদ্রিছ আজগর, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম চৌধুরী, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন খাঁন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, ধর্ম সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, সহদপ্তর সম্পাদক কামাল উদ্দীন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সেলিম, যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীন সেলিম, মাহবুবুল আলম তালুকদার, মাষ্টার রফিকুল আলম, সেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, উত্তরজেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী প্রমুখ।
মনোনয় ফরম জমা নেওয়ার সময় রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল আলম, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. মামুন, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম।
ছবির ক্যাপশন : ১। রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী মিল্টন মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
২। রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
৩। রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
৪। রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম তালুকদার মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
৫। রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম কবির তালুকদার মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
৬। রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহেদুর রহমান তালুকদার মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।
৭। রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ ফরিদ উদ্দীন চৌধুরী মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।