আন্তর্জাাতিক ডেস্ক: ব্যাংকিং কার্যক্রম ও অর্থ লেনদেনের জন্য চুক্তি করেছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এবং সেন্ট্রাল ব্যাংক অব দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান (সিবিআই)। দুই দেশের মধ্যে বাণিজ্যকে ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন চলছে তখন এ চুক্তি করা হলো।
তেহরানে এ চুক্তি সই করেন এসবিপি’র ডেপুটি গভর্নর রিয়াজ রিয়াজউদ্দিন এবং সিবিআই’র বৈদেশিক মুদ্রা বিষয়ক ডেপুটি গভর্নর গোলাম আলি কামিয়াব।
ইরান-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকের আগে এ চুক্তি সংক্রান্ত বিবৃতি দেয়া হলো। বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, তেহরান-ইসলামাবাদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে এ চুক্তি।
চলতি মাসের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তেহরানে ইরান-পাকিস্তান যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই