ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ চীন শাখা হুবেই প্রদেশ ছাত্রলীগের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলটি চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটির ক্যান্টিনে আয়োজন করা হয়।
হুবেই প্রদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক দ্বীন মুহাম্মদ প্রিয় র সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীন শাখা আওয়ামীলীগের অন্যতম সংগঠক মোহাম্মদ মোফাক্কারুল সামছ।
প্রধান অতিথি মোহাম্মদ মোফাক্কারুল সামছ তার বক্তব্যে বলেছেন, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই বাংলাদেশ আজকে এত উন্নয়ন করতে পারছে। আমরা সকলেই নেত্রীর হাতকে আরো শক্তিশালী করবো ইনশাআল্লাহ ।
দ্বীন মুহাম্মদ প্রিয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় পৌছে দিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন সারা বিশ্বে ছড়িয়ে দিব। যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ।
ভিডিও কনফারেন্সের মাধ্যেমে যোগ দিয়েছিলেন, চীনশাখা আওয়ামীলীগের আহবায়ক তরুণ কান্তি দাস এবং চীনশাখা আওয়ামীলীগের অন্যতম সংগঠক শারমিন জাহান।
তরুণ কান্তি দাস বলেন, আমাদের সকলের মুজিব আদর্শ ধারণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার পথকে আরো মসৃণ করতে হবে।
শারমিন জাহান বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আজকে বাংলাদেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে এবং হুবেই প্রদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জ্ঞাপন করেন এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হুবেই প্রদেশ ছাত্রলীগের সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম রানা, আশিক হাওলাদার আবির, দ্বীপায়ন রায়,এস এম মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মো: মহীউদ্দীন, আরিফুল ইসলাম খান মিথুন, অর্ণব বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক, মো:ইয়াছিন হোসেন, মোঃ শোভন মোল্লা, ইহতেশাম তন্ময়, হুমায়ুন কবির (আকাশ)। অর্থ বিষয়ক সম্পাদক, আদনানুর রহমান (তুহিন)। দপ্তর সম্পাদক, মোহাম্মদ খালিদ হাসান। প্রচার সম্পাদক, মোঃ মেজবা। ক্রিড়া বিষয়ক সম্পাদক, শিহাব উদ্দীন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মুস্তাক আহমেদ (শান্ত)। তথ্য বিষয়ক সম্পাদক: রেজওয়ান আহমেদ (নয়ন)।সদস্য, মো:হাসিবুর রহমান, জাহিদুল ইসলাম, মো:সাদিকুল ইসলাম সুমনসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী।