আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের উপকূল রক্ষীদের গুলিতে চীনের দুই জেলে আহত হয়েছে। তাইওয়ানের পানিসীমায় অবৈধ ভাবে ঢোকার পর জেলে নৌকা লক্ষ্য করে গুলি চালালে এ দুই জেলে আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাইপে এবং বেইজিং’এর চলমান টানাপড়েন বাড়ল আরো এক ধাপ ।
গতকাল খুব সকালে এ ঘটনা ঘটেছে। চীনের গুয়াংদং প্রদেশের একটি জেলে নৌকাকে তাইওয়ানের পেংগু দ্বীপপুঞ্জের কাছাকাছি দেখা যায়। দ্বীপ থেকে ২৫ নটিক্যাল মাইলের চেয়েও কম দূরত্বে ছিল নৌকাটি। তাইওয়ানের উপকূল রক্ষীদের পক্ষ থেকে কয়েক দফা বেতার মারফত হুঁশিয়ারি দেয়ার পরও নৌকাটি থামতে অস্বীকার করে বলে দাবি করা করা হয়।
তাইওয়ানের কর্মকর্তাদের নৌকায় উঠতে বাঁধা দেয় চীনার জেলেরা। সে সময়ে উপকূল রক্ষীদের পক্ষ থেকে রাবারের বুলেট দিয়ে গুলি চালানো হয়। এতে দুই জেলে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে তাইওয়ানের উপকূল রক্ষী।
একে মারাত্মক ঘটনা হিসেবে অভিহিত করে অবিলম্বে এর তদন্তের দাবিও জানিয়েছে চীন। এ ছাড়া, তাদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।
পেংগু দ্বীপপুঞ্জ তাইওয়ানের প্রধান দ্বীপ থেকে ৫০ কিলোমিটার এবং চীনের উপকূল থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্ট.কম // এমএসআই