চিকিৎসক ফারহানা মোবিন : ফারহানা মোবিন বন্ধুরা আপনাদের যে পোশাক গুলো পুরোনো হয়ে গেছে, যা আপনার প্রয়োজন নেয়, তা কোনো অসহায় মানুষ কে দয়া করে দান করবেন। আমরা ষোলো কোটি মানুষ। অন্তত এক কোটি মানুষ নিজেদের পুরোনো শীতের একটি পোশাক দান করলে, বেঁচে যাবে একটি প্রাণ।
এই দেশ টা আমাদের। এই দেশের মানুষ কে বিপদ থেকে রক্ষা করার নৈতিক দায়িত্ব আমার, আপনার এবং আমাদের সবার।
বন্ধুরা, নিজের ফেলনা পোশাক টা আলমারি বা লকারে বন্দী করে না রেখে, অগণিত অসহায় মানুষ রয়েছে, আমাদেরই চারিপাশে, তাদের কে দান করে দিবেন।
যাদের শীতের একটি পোশাক কেনার সামর্থ নেয়, তাদের জন্য আমাদের একটু ভালোবাসা হবে স্বর্গীয় অনুভুতি।
আপনার একটু ভালোবাসা বাঁচাবে একটি প্রাণ, উদ্ধার করবে একটি মানুষ কে ভয়াবহ বিপর্যয় থেকে।
এইবার সারাদেশে ভয়াবহ ঠান্ডা। দিনাজপুর , কুড়িগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঠান্ডা ভয়ানক রকম।
আমাদের দেশের অনেক মানুষ এখনও দারিদ্র্য সীমার নীচে বসবাস করে।
আপনার একটু ভালোবাসা বাঁচাবে একটি প্রাণ।
আসেন বন্ধুরা, দেশের এই বিপদের দিনে কাজে ঝাঁপিয়ে পড়ি।