এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
সোমবার দুপুরে চাঁপইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানান হয়, আগামী ১৪ নভেম্বর শনিবার চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ২ হাজার ৩৪৩জন শিশুকে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভার মূল বিষয়বস্তু‘ বিস্তারিতভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ ডা. আবু সায়েম। তিনি শিশু দেহে ভিটামিন এ এর কাজ, রাতকানা রোগ এবং দেশে ক্রমাগত শিশুমৃত্যুর হার হ্রাসে এর ভুমিকা নিয়েও আলোচনা করেন।
কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলায় ১ হাজার ২৫৯টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীসহ ৪১৮৬ জন সেচ্ছাসেবক ও প্রশিক্ষিত জনবল নিয়োগ করা হয়েছে। এদিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রংয়ের (এক লক্ষ আই.ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রংয়ের(দুই লক্ষ আই.ইউ) ভিটামিন ‘এ’ প্লাস (সাপ্লিমেন্টেশন) ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় আরো জানান হয়, চাঁপাইনবাবগঞ্জে রাতকানা রোগ প্রায় নেই (০.০৪%)। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিন ও ডা.আবু সায়েম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পাবলিক হেলথ নার্স শীষ মোহম্মদ, সম্প্রসারিত টীকাদান কর্মসুচী (ই.পি.আই) তত্ত্বাবধায়ক আমিরুল মোমেনীন এবং চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই