এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলা চন্দনবাড়ী ইউনিয়নে প্রথমবারের মত দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের তৃণমূলের ভোটে মনোনীত হয়েছে ভিপি আব্দুর রউফ হিরন।
শনিবার বিকালে অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভিপি হিরন ৫২ ভোট পেয়ে আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নৌকা প্রতীকে মনোনয়ন লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছে ২০ ভোট।
আব্দুর রউফ হিরন মনোহরদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মনোহরদী ডিগ্রি কলেজের ভিপি ছিলেন। বর্তমানে তিনি মনোহরদী থানা আওয়ামীলীগের তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ফল প্রকাশের পর এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
ভিপি হিরন অগ্রদৃষ্টি.কম কে বলেন, আমি নির্বাচিত হয়েছি তৃণমূলের ভোটের মাধ্যমে। তূনমূলের কর্মীগণ আমাকে সমর্থন দিয়েছে, প্রতিটি ওয়ার্ডের সম্পাদকগণ আমাকে সমর্থন দিয়েছে, থানা পর্যায়ের সম্পাদকগণ আমাকে সমর্থন দিয়েছে, মাননীয় এমপি মহোদয় আমাকে সমর্থন দিয়েছে। আমি চন্দনবাড়ী ইউনিয়নকে সাড়া বাংলাদেশের মধ্যে একটি ডিজিটাল, মাদকমূুক্ত, মডেল ইউনিয়ন করতে চাই। আমি কোন দলের নয়, চন্দনবাড়ী ইউনিয়নের সকল মানুষের অভিবাবক হতে চাই।
তিনি জোরালো কন্ঠে বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে এবং মনোহরদী উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলাই তার এখন মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-দফতর সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফজলুর হক, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়াশীয় রায়, মনোহরদী পৈারসভার মেয়র আমিনুর রশিদ সুজন।
এছাড়াও আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই