জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টি তৈরীর প্রতিষ্ঠান কুমিল্লা মাতৃ ভান্ডারের নাম ও লোগো ব্যবহার করে গড়ে উঠা একটি নকল মিষ্টির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নকল মালামাল জব্দ করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করে বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) উপজেলার লিচুবাগান এলাকায় শুভংকর দাশের মালিকানাধীন নকল মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করে মালামাল জব্দ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
আদালত সুত্র জানায়, উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় শুভংকর দাশ একটি মিষ্টির কারখানা গড়ে তোলেন ৭/৮ বছর আগে। সেখানে নিম্মমানের মিষ্টি, রস মলাই ও সন্দেশ তৈরী করেন। এসব মিষ্টি সামগ্রী কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃ ভান্ডারের নাম ও লোগো ব্যবহার করে কার্টুন ও প্লাস্টিকের জার ভর্তি করে রাঙ্গুনিয়া, রাউজান কাপ্তাই রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন মিষ্টির দোকানে পাইকারি মূল্যে সরবরাহ করেন।
এসব এলাকার দোকানদাররা গ্রাহকদের কাছে প্রকৃত কুমিল্লার মাতৃ ভান্ডার বলে চড়া দামে বিক্রি করেন। গ্রাহকরাও প্রকৃত মাতৃ ভান্ডার মনে করে কিনে নিয়ে ভোগ করেন। স্বাদ ও মানে নিম্মমানের হওয়ায় গ্রাহকরা ঠকছেন নিয়মিত। নকল এই মিষ্টি কারখানার খবর পেয়ে গতকাল ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মালামাল জব্দ করে পুড়ে দেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী করায় আদালত এক লাখ টাকা জরিমানা আদায় করেন। ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলে ইউএনও মোহাম্মদ কামাল হোসেন জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই