গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত শাখা ফটিকছড়ির শাহন নগর এলাকায় ঈদ সামগ্রী বিতরণ এর জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
সংগঠনটির কুয়েত শাখার নেতৃবৃন্দরা জানান, আগামী ৯ই এপ্রিল ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
সংগঠনের কুয়েত শাখার সভাপতি বাংলাদেশে সফরত মোঃ বিলাল উদ্দিন এ আয়োজনে উপস্থিত থাকবেন।
কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির খান, সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন,খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয়কারী ও সহ সভাপতি আলাল আহমেদসহ ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে এই অনুদান পাঠানো হয়েছে।
অর্থ হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর আহবায়ক ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েত এর সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী ও আ হ জুবেদ।