নিজে গুম-খুন হতে পারেন, এ আশঙ্কা ব্যক্ত করে দেশে সব গুমের ঘটনার জন্য জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু তদন্ত হবে না, তারা তা করবেও না। সেজন্য জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্ত কমিটি করতে হবে। কমিটিতে দেশের নিরপেক্ষ তদন্তকারীদেরও রাখতে হবে।’
বিশ্ব গুম দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন। দেশে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে ‘অনন্ত অপেক্ষা… বাংলাদেশে গুম ২০০৯-২০১৫’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল সাড়ে ৫টার সময়ে কার্যালয়ে উপস্থিত হন। গুম হয়েছেন, এমন ২৬টি পরিবারের সদস্যরা গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এর আগে গুম বিষযক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
বিএনপি নেতাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম খান, সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন।