বিনোদন ডেস্ক : সার্চ ইঞ্জিন গুগলে ২০১৭ সালে বাংলাদেশ থেকে খোঁজা হয়েছে এমন ১০ জন ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন টিভি অভিনেত্রী সাবিলা নূর। অন্যদিকে, চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে শীর্ষে ছিলেন শবনম বুবলী। তাঁর অবস্থান ছিল নয় নম্বরে।
নায়িকা পরী মণি, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াকেও খোঁজা হয়েছে গুগলে। তবে তাঁদের কেউই দশের ভেতর নেই। তারপরও হালের জনপ্রিয় এই তিন চিত্রনায়িকার মধ্যে বিদায়ী বছরের গুগল সার্চে কে এগিয়ে আছেন, সেটা কি অনুমান করতে পারছেন?
গুগল ট্রেন্ডের গ্রাফে দেখা যায়, তিন নায়িকার মধ্যে সার্চের দিক থেকে এগিয়ে আছেন পরী মণি। গ্রাফে নীল রঙের রেখা পরী মণির, কমলা রেখা মাহিয়া মাহির, আর হলুদ রেখা নুসরাত ফারিয়ার।
এ বছর পরী মণির ‘অন্তর জ্বালা’, মাহিয়া মাহির ‘ঢাকা অ্যাটাক’ ও নুসরাত ফারিয়ার ‘বস ২’ ছবিগুলো ব্যাপক আলোচিত হয়।
ক্যারিয়ারের শুরু থেকে পরী মণির হাতে ছিল অনেকগুলো চলচ্চিত্র। বেশি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় ছিলেন তিনি সবসময়। তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল ‘ভালোবাসা সীমাহীন’।
মাহিয়া মাহি ‘ভালোবাসার রঙ’ দিয়েই বাজিমাত করেন। অন্যদিকে, নুসরাত ফারিয়াও তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে জয় করে নেন দর্শকের মন।
এই তিন নায়িকা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকেরও নজর কেড়েছেন তাঁরা। তবে যৌথ প্রযোজনার ছবি দিয়ে অভিষেক হওয়া নায়িকা নুসরাত ফারিয়াকে যৌথ প্রযোজনার ছবিতেই বেশি দেখা গেছে।
হালের এই তিন জনপ্রিয় নায়িকা ভবিষ্যতে আরও ভালো ছবিতে অভিনয় করবেন, এমন প্রত্যাশা করতেই পারেন সিনেমাপ্রেমীরা।
২০১৭ সালে সার্চ ইঞ্জিন বাংলাদেশ থেকে বেশি খোঁজা হয়েছে এমন দশ জন ব্যক্তি হলেন সাবিলা নূর, মিয়া খলিফা,তাসকিন আহমেদ, শাকিব খান, মোশাররফ করিম,জান্নাতুল নাঈম, মাশরাফি বিন মর্তুজা,তৌহিদ আফ্রিদি,শবনম বুবলী ও আতিফ আসলাম।