ডেস্ক নিউজ: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার তারাবুনিয়া এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ দিয়েছে সেনাবাহিনী।
বুধবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান দীঘিনালায় উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা তারাবুনিয়া ও হাসিনছন পুর পরিদর্শন করেন ও তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদ টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ হাজার টাকা করে, এবং অন্যদের পাঁচ কেজি চাউল, তেল,ডাল, খাবার স্যালাইন, চিড়া এবং গুড় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার ভোরে আকষ্মিক ঘূর্ণিঝড় দীঘিনালা উপজেলার তারাবুনিয়া ও হাসিনছন পুর এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে মাইনী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুটি উল্টে যাওয়ায় এখননো হাচিনসনপুর এবং বোয়ালখালী এলাকার লোকজনের চলাচল বন্ধ রয়েছে। (বাসস)
অগ্রদৃষ্টি.কম // এমএসআই