ডেস্ক রিপোর্ট: ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকদের অংশগ্রহণে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করলো বাংলাদেশ পুলিশ। বাঙালি কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে এবং বাংলা নববর্ষ উদযাপন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে বিদেশী কূটনৈতিকদের সাথে নিয়ে ‘বাংলা নববর্ষ ’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ।
১৭ এপ্রিল সোমবার সকাল ৯ টায় রাজধানীর গুলশান-২ এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ পুুলিশ লাইন্সে ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ডিজি র্যাব বেনজীর আহমেদ বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (সিআইডি) শেখ হেমায়েত হোসেন পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
ঢাকায় অবস্থানরত কূটনৈতিকদের মধ্যে ডিএমপি’র বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভূটান, নেপাল, চীন, মালয়েশিয়া, ইটালি, অস্ট্রোলিয়া, কানাডা, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনাসহ অন্যান্য রাষ্ট্রের সম্মানিত কূটনৈতিকবৃন্দ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই